Saturday, January 16, 2010

প্রচলিত ভুলঃ সালাম ও মুসাফাহা!

০১। বিভিন্ন সভা-সমাবেশে বক্তৃতা করার ক্ষেত্রে দেখা যায় বক্তাগণ মাইকের সামনে দাড়িয়ে সূদীর্ঘ বন্দনার অবতারনা করার পর সালাম দেন। এ রীতিটি ভুল। যেমন বলে থাকেন, 'মন্চে উপবিষ্ট শ্রদ্ধেয় সভাপতি, মাননীয় পরিচালক, মান্যগণ্য অমুক অমুক সাহেব ও আমার শ্রোতা বন্ধুরা, 'আসসালামু আলাইকুম।'

কিন্তু নিয়ম হল শ্রোতাদের মুখোমুখি হওয়ার সাথে সাথে সালাম দেওয়া। সাক্ষাতের নিয়মাবলির ক্ষেত্রে সর্বপ্রথম সালামের কথাই বলা হয়েছে।


০২। দুজন মহিলার পরষ্পর সাক্ষাতে সালাম ও মুসাফাহা করার বিধান আছে কি?

-সালাম মুসাফার বিধান শুধু পুরুষের জন্য নয়। এগুলো যেমন দুজন পুরুষের পরস্পর সাক্ষাতের সময় সুন্নত, তেমনি দুজন মহিলার বেলায়ও সুন্নত।

সহীহ বুখারী ২/৯১৯, ২/৯২৬; ফাতহুল বারী ১১/৫৭; আদ্দুরুল মুখতার ৬/৩৬৮।

0 comments: