Saturday, January 16, 2010

একটি ভুল ধারণাঃ বিতরের নামাজের দুআয়ে কুনুত কি শুধুই 'আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা......' ??

বিতরের নামাজে তৃতীয় রাকাতে কুনূত (কুনূতের দুআ) পড়া জরুরী। এর বিভিন্ন দুআ রয়েছে। একটি হচ্ছে “”'আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা......' আরেকটি হচ্ছে 'আল্লাহুম্মাহদীনি ফীমান হাদাইত্......' এবং এ ধরনের আরো দুআ রয়েছে। বিতরের নামাজে এর যেকোন একটি দুআ পড়া যায়। বরং কুরআন-হাদীসের যেকোন দুআ পড়ার দ্বারাও কুনূতের ওয়াজিব আদায় হয়ে যাবে। কেউ কেউ প্রথম দুয়াটিকেই একমাত্র দুআ মনে করে। তাদের ধারনা এই দুআ ছাড়া কুনূত আদায় হয় না। এই ধারনা ঠিক নয়। যেকোন মা'ছুর বা মাসনুন দুয়ার দ্বারা ওয়াজিব আদায় হয়ে যায়।

সূত্রঃ মাসিক আলকাউসার , মার্চ-২০০৯, পৃষ্ঠা-৩০।

1 comments:

ofiracackowski said...

CASINO GAMING - Hollywood, FL - JT Hub
CASINO 김천 출장샵 GAMING. Hollywood, FL (MCB). 수원 출장샵 955-947-7777 Casino Gaming - Hollywood, 청주 출장샵 FL. 955-947-7777 Casino 김제 출장샵 Gaming - Hollywood, FL. 남양주 출장샵